লোকরঞ্জনবাদ

লোকরঞ্জনবাদ(Populism) একটি রাজনৈতিক দর্শন, যা সমাজের সুবিধাভোগী এলিট শ্রেণির বিরুদ্ধে সুবিধাবঞ্চিত মানুষের অধিকার ও ক্ষমতাকে সমর্থন করে। লোকরঞ্জনবাদের সমালোচকরা মনে করেন, লোকরঞ্জনবাদ সুবিধাভোগী এলিট ও প্রিতিষ্ঠিতদের বিরুদ্ধে আমজনতার বিদ্বেষকে উসকে দেয় যা সমাজের স্থিতিশীলতাকে নষ্ট করে।

রাজনীতিতে ‘লোকরঞ্জনবাদ’ ও ‘লোকরঞ্জনবাদী’ শব্দগুলো ব্যবহার হয় প্রতিপক্ষের নিন্দা করতে। কেননা লোকরঞ্জনবাদীরা প্রায় সবসময় বক্তৃতাসর্বস্ব হয়, তারা চমকপ্রদ ( ও অবাস্তব) কথা বলে মানুষের সহানুভূতি পাবার চেষ্টা করে। নিজেদের ভোট বাড়াতে অসম্ভব ও আকাশচুম্বী অঙ্গীকার করে। কিন্তু তারা নিজেরাও জানে আদৌ তা সম্ভব কি না। আশ্চর্যের বিষয় হল লোকরঞ্জনবাদের উত্থান গণতন্ত্রের মধ্যেই ঘটে থাকে। উদাহরণ হিসাবে মোদি সরকার, ট্রাম্প প্রশাসন উল্লেখ করা যেতে পারে।


👉 Read More...👇

Add a Comment