IDA
|IDA তে বাংলাদেশের ঋণ আছে ১১৫২ MUSD. LDC ভূক্ত দেশ হিসাবে বাংলাদেশকে সার্ভিস চার্জ দিতে হত ০.৭৫% কিন্তু উন্নয়নশীল বিশ্বে প্রবেশ করায় তা হবে ২.৫%
IDA= International Development Association.
Headquarters – Washington, D.C
Membership – 173 countries
President of the World Bank – Jim Yong Kim
Parent organization – World Bank Group
বিশ্বের অতিদরিদ্র দেশগুলোকে যাঁদের পার ক্যাপিটা, বা জিএনপি কম তাদেরকে বিশেষ ছাড়ে(Concessional) ঋণ দিয়ে থাকে। International Development Association ও International Bank for Reconstruction and Development কে একত্রে বিশ্ব ব্যাংক হিসাবে বলা হয়। কেননা একই পরিচালনা পর্ষদ ও কর্মকর্তাদের দ্বারা এ প্রতিষ্ঠান দুটি পরিচালিত হয়। তাই বিশ্ব ব্যাংকের লক্ষ IDA এর
লক্ষ
দরিদ্র দূর করা
উন্নয়ন কাজে অর্থায়ন বিশেষত সেসব দেশগুলোকে যাঁদের Credit Risk এতই বেশি যে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ঋণ নেওয়ার সামর্থ্য নেই
বৈষম্য দূর করে টেকসই উন্নয়নে সহায়তা করে
কার্য পরিধি
শিক্ষক নিয়োগ ও তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা
টিকা দান
বিভিন্ন শিল্প উদ্যোগে অর্থায়ন
রাস্তাঘাট সহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন
ব্রিজ কালভার্ট তৈরী ও মেরামত
নিরাপদ পানির ব্যবস্থা করা
স্যানিটেশন ব্যবস্থা