ট্রাম্পের পররাষ্ট্রনীতি
|এশিয়া
- উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে ঐতিহাসিক বৈঠকের আয়োজন।
- চীনের ধাতব দ্রব্যে শুল্ক আরোপ সহ অন্যান্য আমদানি পণ্যে ৫০ বিলিয়ন মার্কিন ডলার শুল্ক আরোপ বিবেচনাধীন।
- টিপিপি বাণিজ্য চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের প্রত্যাহার।
ইউরোপ
- ইউরোপীয় ইউনিয়নের টিটিআইপি বাণিজ্য আলোচনায় অচলাবস্থা।
- মার্কিন কংগ্রেস কর্তৃক রাশিয়ার শীর্ষ ব্যক্তিদের উপর নিষেধাজ্ঞা আরোপ।
আমেরিকা
- মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের নির্দেশ।
- নাফটা চুক্তি নিয়ে আলোচনা।
- কিউবায় মার্কিন ভ্রমণকারীদের ওপর নিষেধাজ্ঞা বাড়ানো।
মধ্যপ্রাচ্য ও আফ্রিকা
- জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসাবে স্বীকৃতি প্রদান।
- ইরানের সাথে করা পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের প্রত্যাহার।
- সিরিয়ার সরকারি বাহিনীর রাসায়নিক হামলার অভিযোগের পর যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বিমান হামলা।
- মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণে নিষেধাজ্ঞা, আদালতের সিদ্ধান্তে অপেক্ষমান।
- আফ্রিকা, হাইতি, এল সালভাদর ইত্যাদি দেশগুলোকে Shithole বা জঘন্য দেশ হিসাবে অভিহিত করে, সেখান থেকে অভিবাসী গ্রহণে প্রশ্ন তোলেন।
বিশ্ব
- জাতিসংঘের প্যারিস জলবায়ু থেকে প্রত্যাহার।
- বিশ্ব বাণিজ্য সংস্থা থেকে প্রত্যাহারের হুমকি।
টিটিপিঃ ১২ টি দেশের ট্রান্সপ্যাসিফিক অংশীদার
টিটিআইপিঃ ২৯টি দেশের ট্রান্স-আটলান্টিক বাণিজ্য ও বিনিয়োগ অংশীদার।
নাফটাঃ মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্র এই তিন দেশের মুক্তবাণিজ্য চুক্তি।