জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্য
|নিম্নলিখিত উদ্দেশ্যগুলােকে সামনে রেখে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল।
১. আন্তর্জাতিক শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা।
২. বিশ্বের সকল রাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি করা।
৩. আন্তর্জাতিক আইনের সাহায্যে শাক্তিপূর্ণ উপায়ে বিশ্বের সকল বিরোধ নিস্পত্তি করা।
৪. জাতি, ধর্ম, বর্ণ, ভাষা ও নারী-পুরুষ নির্বিশেষে বিশ্বের সব মানুষের মৌলিক অধিকার রক্ষা।
৫. অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক সমস্যা সমাধানের লক্ষ্যে অন্তর্জাতিক সহযােগিতা বৃদ্ধি করা।
জাতিসংঘের পতাকা
জাতিসংঘের পতাকা জাতিসংঘের একটি নিজস্ব পতাকা রয়েছে। এর রং হালকা নীল। মাঝখানে সাদার ভিতরে বিশ্বের বৃত্তাকার মানচিত্র। এর দুপাশে দুটি জলপাই পাতার ঝাড়। জলপাই পাতা শান্তির প্রতীক।
জাতিসংঘের সঙ্গীত
জাতিসংঘের কোন আনুষ্ঠানিক সঙ্গীত নেই। ২৫তম জন্মজয়ন্তীতে জাতিসংঘকে নিয়ে একটি সঙ্গীত পরিবেশিত হয়। অনেকে এটিকে জাতিসংঘ সঙ্গীত বলে মন করেন। কিন্তু ব্যাপারটা আসলে তা নয়। ইংরেজ কবি ডব্লিউ এইচ অডেন এর একটি কবিতা ছিল – Hymn to the United Nations. এই কবিতাটিতে সুরারোপ করেন ফ্রান্সের পাবলো ক্যাসালস। সেদিনের রজত জয়ন্তীতে (২৫ বছর পূর্তি বা Silver Jubilee) এই গানটি পরিবেশিত হয়। কিন্তু তা জাতিসংঘ সঙ্গীত হিসাবে স্বীকৃত নয়।