এস্তোনিয়া
|এস্তোনিয়া উত্তর ইউরোপের একটি রাষ্ট্র। এর রাজধানীর নাম তালিন/ তাল্লিন। এস্তোনিয়া দেশটি বাল্টিক সাগরের পূর্ব প্রান্তে অবস্থিত। এস্তোনিয়া বাল্টিক দেশগুলির মধ্যে ক্ষুদ্রতম এবং সবচেয়ে উত্তরে অবস্থিত। লাতভিয়া ও লিথুয়ানিয়া অপর দুইটি বাল্টিক রাষ্ট্রসমূহ। এস্তোনিয়ার পশ্চিমে বাল্টিক সাগরের অপর প্রান্তে সুইডেন অবস্থিত। দক্ষিণে রয়েছে লাতভিয়া, পূর্বে রাশিয়া, এবং উত্তরদিকে ফিনল্যান্ড উপসাগরের অপর তীরে ফিনল্যান্ড।