আন্তর্জাতিক সীমারেখা
|প্রশ্ন: ডুরাল্ড লাইন কি ?
১৮৯৬ সালে মোটিমার ডুরাল্ড কর্তৃক চিহ্নিত পাকিস্তান ও আফগানিস্তানে সীমা রেখা । পাকিস্তান এ রেখা স্বীকার করে না ।
প্রশ্ন: ম্যাকমোহন লাইন কী ?
স্যার ম্যাকমোহন কর্তৃক ভারত ও চীনের সীমা রেখা ।
প্রশ্ন: র্যাডফ্লিক লাইন কী ?
১৯৪৭ সালে স্যার র্যাডফ্লিক কর্তিক নিরূপিত ভারত ও পাকিস্তানের সীমান্ত রেখা ।
প্রশ্ন: ম্যাজিনো লাইন কী ?
ফ্রান্স কর্তিক নির্মিত ফ্রান্স ও জার্মানির সীমান্ত রেখা ।
প্রশ্ন: জিগফ্রিড লাইন কী ?
জার্মান কর্তিক নির্মিত ফ্রান্স ও জার্মানির সীমান্ত রেখা ।
প্রশ্ন: অডেরসিন লাইন কী ?
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মান ও পোল্যান্ড নির্মিত সীমারেখা ।
প্রশ্ন: ম্যানারহেইম লাইন কী?
রাশিয়া ও ফিনল্যান্ড সীমারেখা ।
প্রশ্ন: ২৪ তম অক্ষরেখা কী?
ভারত ও পাকিস্তানের কাছের সীমারেখা | ভারত এ রেখা মানে না |
প্রশ্ন: ৩৮ তম অক্ষরেখা কী ?
উত্তর ও দক্ষিন কোরিয়ার সীমারেখা |
প্রশ্ন: ৪৯ তম অক্ষরেখা কী ?
যুক্তরাষ্ট ও কানাডার সীমারেখা |
প্রশ্ন: ৭৭ তম অক্ষরেখা কী ?
উত্তর ও দক্ষিন ভিয়েতনামের সীমারেখা | ভিয়েতনাম একত্রিত হওয়ায় এ রেখা এখন নেই |
প্রশ্ন: হিন্ডারবার্গ লাইন কী?
জার্মান ও পোল্যান্ড বিভক্তিকরণ রেখা | ১৯১৭ সালের ১ম বিশ্বযুদ্দের সময় জার্মানরা এ রেখা পর্যন্ত পশ্চাদপসরণ করেছিল |
প্রশ্ন: ম্যাকনামারা লাইন কী ?
ভিয়েতনামে যুক্তরাষ্ট কর্তৃক নির্মিত ইলেকট্রিক বেষ্টনী |