ল্যান(LAN)

লোকাল এরিয়া নেটওয়ার্ক (ল্যান) (Local Area Network বা LAN) অর্থাৎ স্থানীয় অঞ্চলের নেটওয়ার্ক হলো একটি কম্পিউটার নেটওয়ার্ক যা বাড়ি, বিদ্যালয়ে, কম্পিউটার ল্যাবরেটরি বা অফিসের একটি সীমিত এলাকার বা ১০কিমি বা তার কম এলাকার একাধিক কম্পিউটারের মধ্যে আন্তঃসংযোগস্থাপন করে থাকে।

আর্কনেট, টোকেন রিং এবং অন্যান্য প্রযুক্তি মান অতীতে ব্যবহার করা হয়েছে, কিন্তু বর্তমানে টুইস্টেড পেয়ারের উপর ইথারনেট এবং ওয়াই-ফাই দুটি সবচেয়ে সাধারণ প্রযুক্তি বর্তমানে ল্যান নির্মাণ করতে ব্যবহৃত হয়ে থাকে।

ল্যান দিয়ে নিম্নোক্ত গতির ইথারনেট তৈরি করা যায়।
Ethernet (10 Mbps)
Fast Ethernet (100 Mbps)
Gigabit Ethernet (1000 Mbps)
লক্ষ করুন, উপরের সবগুলোই কিন্তু ছোট ‘b’ অর্থাৎ বিট নির্দেশ করতেছে।

নেটওয়ার্ক টপোলজি(Network Topology): টপোলজি হচ্ছে নেটওয়ার্কভুক্ত কম্পিউটারসমূহের অবস্থাঙ্গত ও সংযোগ বিন্যাসের কাঠামো। LAN নেটওয়ার্কে নিম্নোক্ত টপোলজিগুলো ব্যবহার হয়।
Bust Topology
Ring Topology
Star Topology
Tree Topology
Mess Topology
Hybrid Topology

Add a Comment