COD BOD

COD- Chemical Oxygen Demand. BOD Biological Oxygen Demand নির্দিষ্ট পরিমাণ সারফেস ওয়াটারের নমুনায় থাকা দূষক জৈব বস্তুকে 20°C তাপমাত্রায় পাঁচদিন যাবৎ বায়ুজীবী জীবাণু বা ব্যাকটেরিয়া দ্বারা সম্পূর্ণ ডিগ্রেডেশন (biodegradable) বা পচনশীল জৈব বস্তুকে বিয়োজিত করতে ঐ পানির DO থেকে যে পরিমাণ O, ব্যয়িত হয়, তাকে ঐ নমুনা পানির BOD বলে। এর ফলে নমুনা পানির DO এর মান কমে যায়। পানির BOD এর মান 1 – 2mg / L এর মধ্যে থাকলে খুবই ভালো; BOD এর মান 3 হলে মোটামুটি ভালো; তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর মতে নদী, হ্রদ ও পুকুরের পানিতে মাছ ও জলজ প্রাণীর জন্য সহায়করূপে BOD অবশ্যই 6gm/L এর কম হবে। পানির COD কে নিম্নরূপে সংজ্ঞায়িত করা হয় : প্রতি লিটার সারফেস ওয়াটারের নমুনায় থাকা দূষক পচনশীল জৈব বস্তু ও অপচনশীল জৈব যোগকে সম্পূর্ণ জারিত করে CO2, NH3, H2S ও পানিতে পরিণত করতে যে পরিমাণ ভরের অক্সিজেন ঐ পানির DO থেকে দরকার হয়, তাকে ঐ পানির COD বলা হয়। পানির COD এর একক হলো mg / L বা, ppm (parts per million). সারণি : বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) অনুমোদিত পানির গ্রহণযোগ্য মানদন্ড।

মানদণ্ড(WHO) অনুমোদিত সর্বোচ্চ মাত্রা
pH 6.5-8.5
DO 5.0-6.0
BOD 6.0ppm (বা mgL)
COD10.0 ppm (1, mgL-¹)
TDS 500 ppm (বা, mgL-1)
খরতা Ca2+ 100 ppm বা mg
খরতা Mg2+ 150 ppm
NaCl 500 ppm

এই জন্যই নদীর পানিতে COD এর মান বেশি থাকে।

Add a Comment