৩৪তম বিসিএস লিখিত প্রশ্ন প্রযুক্তি

প্রযুক্তিঃ ৫০

৬।

(ক) সিপিইউ এবং মাইক্রোপ্রসেসরের মধ্যে পার্থক্য লিখুন।
(খ) টেলিকমিউনিকেশন কি? স্যাটেলাইট কমিউনিকেশন ও অপটিক্যাল কমিউনিকেশন সিস্টেমের মধ্যে পার্থক্য লিখুন।
(গ) ই-কমার্স কি? আধুনিক বিশ্বে এর ক্রমবর্ধমান প্রয়োগ নিয়ে আলোচনা করুন।
(ঘ) LED কি? এটি কিভাবে কাজ করে?
(ঙ) নিউক্লিয়ার পাওয়ার জেনারেটর কিভাবে বিদ্যুৎ উৎপন্ন করে তা বিস্তারিত আলোচনা করুন।

৭।

(ক) ট্রানজিস্টার কিভাবে অ্যামপ্লিফায়ার হিসাবে কাজ করে আলোচনা করুন।

(খ) কম্পাইলার কি? এর কাজগুলো কি?

৮।

(ক) রাডার কি? এটি কিভাবে কাজ করে?
(খ) ডেটা প্রসেসিং কি? এর ধাপগুলো লিখুন।

৯।

(ক)জেনারেটর ও মটরের মধ্যে পার্থক্য লিখুন।
(খ) ৬ষ্ঠ প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য লিখুন।
(গ) ই-মেইল কি? ইহা কিভাবে কাজ করে?
(ঘ) টেলিভিশনের পিকচার টিউব কিভাবে কাজ করে?

১০।

(ক) ডেটা ও ইনফরমেশনের সংজ্ঞা লিখুন।
(খ) অপটিক্যাল ফাইবার কি? এই ফাইবারের প্রয়োগ উল্লেখ করুন।
(গ) হাই-লেভেল ও লো-লেভেল প্রোগ্রামিং ল্যাংগুয়েজ এ মধ্যে দুটি পার্থক্য লিখুন।
(ঘ) লেজার প্রিন্টিং প্রযুক্তি বলতে কি বুঝেন?