৩৫তম বিসিএস লিখিত প্রশ্ন সাধারণ বিজ্ঞান

Part-A: 60

১। নিচের উদ্দীপকটি পড়ুন এবং প্রশ্নগুলোর উত্তর দিনঃ
মিনহাজ দধি তৈরির জন্য সন্ধ্যার সময় ফুটন্ত দুধে বাসি দধির সামান্য অংশ starter culture হিসেবে মিশ্রিত করলো। কিছু সময় লক্ষ্য করলো দুধ জমাট বাঁধেনি এবং কাঙ্ক্ষিত দধি তৈরি হয়নি।

(ক) জীব প্রযুক্তির মাধ্যমে উৎপাদিত তিনটি দুগ্ধজাত খাদ্যের নাম লিখুন।
(খ) উদ্দীপকে উল্লেখিত starter culture কি? এতে কি থাকে?
(গ) মিনহাজের দধি তৈরিতে ব্যর্থতার কারণ কি?
(ঘ) দুধ দধিতে পরিণত হওয়ার প্রক্রিয়াটি ব্যাখ্যা করুন।

২। আধুনিক কৃষিকাজ পদ্ধতির বিস্তারের সাথে সাথে বাংলাদেশের কৃষি জমিতে এখন আর আগের মতো ব্যাঙ ও পাখ-পাখালীর উপস্থিতি লক্ষ্য করা যায় না। আবাসস্থল ধ্বংস হওয়া এবং প্রজনন প্রতিকূল পরিবেশই এর কারণ।

(ক)ফসলী জমিতে আগের মতো ব্যাঙ ও পাখ-পাখালীর উপস্থিতি লক্ষ্য করা যায় না কেন? প্রতি ক্ষেত্রে সুনির্দিষ্ট কারণ উল্লেখ করুন।
(খ) ব্যাঙ ও পাখ-পাখালী কিভাবে পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থাপনায় সাহায্য করে তা ব্যাখ্যা করুন।
(গ) ডিডিটি এর মতো ক্ষতিকারক রাসায়নিক পদার্থ এখন খাদ্য শৃঙ্খলের অংশ – সুনির্দিষ্ট তথ্যসহ এ মন্তব্যটি বিশ্লেষণ করুন।

৩। ঈদের পরের দিন রহিম মিয়ার পুকুরে বাড়ির মহিলারা উচ্ছিষ্ট খাবারসহ হাঁড়ি পাতিল পরিষ্কার করছে। পরদিন সকালে রহিম মিয়া লক্ষ্য করলেন পুকুরে প্রচুর মাছ পানির উপরিভাগে শ্বাসকষ্টে খাবি খাচ্ছে। রহিম মিয়া একটি লম্বা বাশেঁর লাঠি দিয়ে পানির উপরিভাগে বারবার আঘাত করে এ সমস্যার সমাধানের চেষ্টা করতে থাকেন।

(ক) Algal Bloom কি?
(খ) মাছগুলো শ্বাস কষ্টে খাবি খাচ্ছিল কেন? এ সমস্যা কেন উদ্ভুত হলো?
(গ) রহিম মিয়া মাছগুলোকে বাঁচানোর জন্য পানির উপর কেন বারবার আঘাত করছিলেন?
(ঘ) গৃহস্থালি বর্জ কোনোরূপ পরিশোধন ছাড়াই জলাশয়ে ফেলার ক্ষতিকর দিকগুলো আলোচনা করুন।

৪। শতায়ু করিম সাহেব এর নিয়মিত প্রাতঃভ্রমণের সঙ্গী হওয়ার জন্য তাঁর কোনো বন্ধু-বান্ধবই আজ আর বেঁচে নেই। তিনি স্বল্পাহারী মানুষ। সারা জীবনই তেল-চর্বিযুক্ত খাবার পরিহার করেছেন। টাটকা ফলমূল, সালাত ও শাক-সবজি তাঁর দৈনন্দিন খাদ্য তালিকার অংশ ছিল। কৈশোর ও যৌবনে নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চা করছেন। তিনি সৎ সরকারি কর্মকর্তা ছিলেন। সব সময় মানুষের মঙ্গল চিন্তা করেছেন এবং ধর্মপরায়ণ মানুষ হিসেবে জীবন কাটিয়েছেন।

(ক) ভিটামিন, এন্টি-অক্সিডেন্ট ও ফ্রি-রেডিক্যাল কি?
(খ) মানবদেহে ফ্রি রেডিক্যালের প্রভাব ব্যাখ্যা করুন।
(গ) স্বাস্থ্যরক্ষায় ভিটামিন ও এন্টি-অক্সিডেন্টের ভূমিকা কি?
(ঘ) উদ্দীপকে বর্ণিত করিম সাহেবের জীবনাচরণ তাঁকে দীর্ঘায়ু প্রাপ্তিতে কিভাবে সাহায্য করেছে তার বৈজ্ঞানিক বিশ্লেষণ করুন।

৫। (ক) মানুষের দেহকোষে কয়টি ক্রোমোজোম থাকে? এদের মধ্যে কয়টি সেক্স ক্রোমোজোম?
(খ) জিন বলতে কি বোঝায়? জেনেটিক বিশৃঙ্খলার দুটি কারণ লিখুন।
(গ) DNA টেস্টের মাধ্যমে বিবাদমান দম্পতির পিতৃপরিচয় কিভাবে নিশ্চিত করা যায়?
(ঘ) কৃষিবিজ্ঞানে GMO এর ভূমিকা বিশ্লেষণ করুন।

৬। (ক) Antibiotic ও Antiseptic এর পার্থক্য লিখুন।
(খ) খেজুরের রসের মাধ্যমে সংক্রমণযোগ্য ভাইরাসের লিখুন।
(গ) পৃথিবীর বিভিন্ন দেশে অতি সম্প্রতি ও নিকট অতীতে ছড়িয়ে পড়া তিনটি ভাইরাসজনিত রোগের নাম লিখুন।
(ঘ) খাদ্য দূষণ(Food Poisoning) কি? সুনির্দিষ্ট কারণ উল্লেখ করে বিভিন্ন প্রকার খাদ্য দূষণের উদাহরণ দিন।
৭। (ক) সাদা আলোকবিশ্লিষ্ট করলে কয়টি বর্ণ পাওয়া যায়? বর্ণগুলো কি কি?
(খ) সড়কে বিপদ সংকেতে সবসময় লাল আলো ব্যবহার করা হয় কেন?
(গ) সূর্যোদয় ও সূর্যাস্তের সময় দিগন্ত রেখায় আকাশের রঙ লাল কেন?
(ঘ) আলোকের ধর্মের বিবরণ দাও।

৮। (ক) এসিড ও বেস এর সংজ্ঞা লিখুন।
(খ) দুর্বল ও শক্তিশালী এসিডের তিনটি করে নাম লিখুন।
(গ) উৎসের উল্লেখসহ আমরা খাদ্যের সাথে গ্রহণ করি এরূপ পাঁচটি এসিডের নাম লিখুন।
(ঘ) ভিনেগার দিয়ে আচার প্রক্রিয়াজাত করা হয় কেন?

৯। (ক) দূষিত ও পানযোগ্য পানির বৈশিষ্ট্য লিখুন।
(খ) পানি জীবাণুমুক্ত করতে বহুল ব্যবহৃত ক্লোরিন যৌগের নাম লিখুন। এ যৌগটি কিভাবে পানিকে জীবাণুমুক্ত করে? ব্যাখ্যা করুন।
(গ) Pasteurization কি? দুধ Pasteurization করার পরও কক্ষ তাপমাত্রায় রাখলে নষ্ট হয়ে যাওয়ার কারণ কি?

Part-B: 25
(১,১০,১১নংসহ যেকোনো আটটি প্রশ্নের উত্তর দিন)

১। আকার, আয়তন ও কর্মদক্ষতার ভিত্তিতে ডিজিটাল কম্পিউটারের শ্রেণিবিন্যাস করুন। এগুলোর মধ্যে মাইক্রোকম্পিউটারের বৈশিষ্ট্য লিখুন।
২। হাইব্রিড কম্পিউটার বলতে কি বুঝায়?
৩। পঞ্চম প্রজন্মের কম্পিউটারের কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য লিখুন।
৪। কম্পিউটারের প্রধান অংশসমূহ কি? Primary ও Auxiliary Memory, Input ও Output Device-গুলোর নাম লিখ।
৫। Compiler ও Interpreter কিভাবে কাজ করে? এ দুটি প্রোগ্রামের তুলনা করুন।
৬। ক্লায়েন্ট-সার্ভার নেটওয়ার্ক কি? এই নেটওয়ার্কের প্রয়োজনীয়তা লিখুন।
৭। মাউস ও রাউটার কি?
৮। ISP কি? ইন্ট্রানেট ও এক্সট্রানেট বলতে কি বোঝায়?
৯। ওয়েব সার্চইঞ্জিন বলতে কি বোঝায়?
১০। “ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়”- ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে সাম্প্রতিক অগ্রগতির বিবরণ উল্লেখপূর্বক এই উক্তির সমর্থনে যুক্তি দিন।
১১। ব্যাপক গণজারগরণ তৈরিতে web ভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যমের শক্তিশালী ভূমিকা বাংলাদেশের প্রেক্ষিতে একটি উদাহরণসহ ব্যাখ্যা করুন।

Part-C: 15

১। Transformer কি ও কত প্রকার? রাস্তার ধারে বৈদ্যুতিক পোলে কিরূপ Transformer লাগানো থাকে এবং কেন?
২। তাপবিদ্যুৎ ও জলবিদ্যুৎ কিভাবে উৎপন্ন হয়?
৩। UPS ও IPS কি?
৪। ইলেক্ট্রনিক চক্ষু ও ইলেক্ট্রনিক মস্তিষ্ক বলতে কি বোঝায়?
৫। টেলিভিশনের Picture Tube এর কাজ কি?
৬। অ্যামপ্লিফায়ার কি? ফ্রিকুয়েন্সি রেঞ্জের উপর ভিত্তি করে Amplifier এর শ্রেণিবিন্যাস করুন।
৭। Oscillator কি? এর বৈশিষ্ট্য লিখুন।