৩০তম বিসিএস লিখিত প্রশ্ন বাংলা প্রথম পত্র
|পূর্ণমান-১০০ সময়-৩ ঘণ্টা
[ দ্রষ্টব্য : প্রত্যেক প্রশ্নের মান প্রশ্নের শেষ প্রান্তে দেখানাে হয়েছে।]
১. ক. বানান, শব্দ প্রয়ােগ ও বিন্যাস, ভাষারীতি ইত্যাদি শুদ্ধ করে নিচের বাক্যগুলাে পুনরায় লিখুন : ০.৫X১২ = ৬
২. তিনি স্বস্ত্রীক বাহিরে গেছেন।
৩. সকল ছাত্রদের অবগতির জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
৪. অন্তরের অন্তস্থল থেকে আমি শ্রদ্ধা নিবেদন করছি।
৫. মরুভুমিতে বিচরণ করলে অনেক সময় মরুদ্যানের সন্ধান পাওয়া যায়।
৬. আমি এ ঘটনা চাক্ষুস প্রত্যক্ষ করেছি।
৭. আবশ্যক ব্যায়ে কার্পণ্যতা করা অনুচিত।
৮. নতুন নতুন ছেলেগুলো বড়ই উতপাত করছে।
৯. তার মত কৃতি ছাত্র খুব কম দেখা যায়।
১০. রবিন্দ্র প্রতীভা বিশ্বের বিষ্ময়।
১১. সিলেটগামী বিমানের আভ্যন্তরীণ ফ্লাইটটি দেরীতে ছাড়বে।
১২. ছাত্রদের কঠোর অধ্যাবসায় প্রশংসনীয়।
উত্তর :
১. অস্তমান সূর্য দেখতে পর্যটকগণ সমুদ্র-সৈকতে ভিড় করেছেন।
২. তিনি সস্ত্রীক বাইরে গেছেন। স্ব=নিজ, কিন্তু এখানে অর্থ হবে স্ত্রী সহ তাই শুধু ‘স’।
৩. সকল ছাত্রের অবগতির জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। -বহুবচনের বাহুল্য দোষ ঘটেছিল।
৪. আমি অন্তরের অন্তস্থল থেকে শ্রদ্ধা নিবেদন করছি। সঠিক পদক্রম অনুসৃত হয়নি।
৫. মরুভূমিতে বিচরণ করলে অনেক সময় মরূদ্যানের সন্ধান পাওয়া যায়। প্রতথম বানানটিতে ‘উ’-কার হবে কিন্তু পরেরটিতে সন্ধির ফলে দীর্ঘস্বর হবে।
৬. আমি এ ঘটনা প্রত্যক্ষ করেছি। বাহুল্য দোষ ঘটেছিল। প্রত্যক্ষ করা মানেই চোখে দেখা।
৭. আবশ্যক ব্যয়ে কার্পণ্য করা অনুচিত। উত্তর।
৮. নতুন ছেলেগুলাে বড়ই উৎপাত করছে। তিন এর মত।
৯. তার মত কৃতী ছাত্র খুব কম দেখা যায়। উত্তর দেখুন।
১০. রবীন্দ্র-প্রতিভা বিশ্বের বিস্ময়। দুটি বানান ভুল ছিল।
১১. বিমানের সিলেটগামী অভ্যন্তরীণ ফ্লাইটটি দেরিতে ছাড়বে। সিলেটে কোন ফ্লাইট হলে তা অবশ্যই অভ্যন্তরীণ হবে। তাই পদক্রম ঠিক করে সঠিক অর্থ আনাহয়েছে।
১২. ছাত্রদের কঠোর অধ্যবসায় প্রশংসনীয়।
খ. শূন্যস্থান পূর্ণ করুন:
কালােবাজারিতে টাকা করে রফিক সাহেব এখন সমাজে —— হয়ে উঠেছেন। তাদের মত মানুষের জীবনযাপনে – প্রকাশ পায়। কিন্তু চিন্তাভাবনার ক্ষেত্রে তারা — অতিক্রম করতে পারে না। তাই সমাজ ও সংসার সম্পর্কে তাদের কোন — জন্মেনা।
ফলে, সকল ক্ষেত্রে তারা – গা ভাসিয়ে দেয়।
উত্তর: আঙ্গুল ফুলে কলাগাছ ,কেতাদুরস্ত ভাব, তামার বিষ কে ,কাণ্ডজ্ঞান, গড্ডলিকা প্রবাহে
গ. ছয়টি পূর্ণ বাক্যে নিচের প্রবাদটির নিহিতার্থ প্রকাশ করুন:
অতি দর্পে হত লঙ্কা। প্রবাদটির অর্থ : অহংকার পতনের মূল।
ঘ. নিম্নলিখিত শব্দগুলাে দিয়ে পূর্ণ বাক্য লিখুন:
অধ্যাদেশ, প্রজ্ঞাপন, প্রাক্কলন, প্রেষণ, অবকাশ বিভাগ, সর্বশেষ বেতনপত্র।
ঙ. সূত্রানুসারে বাক্যে রূপান্তর করুন:
১. না গেলে দেখতে পাবে না। (যৌগিক বাক্য)
২. আপনি যদি চান তবে আমি আগামীকাল আসতে পারি। (সরল বাক্য)।
৩. সৎপথে চল, দেখবে জীবনে উন্নতি হবে। (সরল বাক্য)
৪. তিনি আর এ পথ মাড়ান না। (জটিল বাক্য)।
৫. যদি বারণ কর তবে গান গাবনা। (সরল বাক্য)
৬. সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। (না বাচক বাক্য)
উত্তর:
১. যাও, নতুবা দেখতে পাবে না।
২. আপনি চাইলে আমি আগামীকাল আসতে পারি।
৩. সৎপথে চললে জীবনে উন্নতি হবে।
৪. তিনি সেই ব্যক্তি যিনি এই পথ মাড়ান না।
৫. বারণ করলে গান গাব না।
৬. সূর্য পশ্চিম দিক ব্যতীত অস্ত যায় না।
২. যে-কোন একটি প্রবাদের ভাব-সম্প্রসারণ করুন (অনধিক ২০টি বাক্য) :
ক. নাচতে না জানলে উঠান বাঁকা।
খ. অল্প জলের তিতপুঁটি, তার এত ছটফটি।
৩. সারমর্ম লিখুন :১০X২ = ২০
হে মহাজীবন, আর একাব্য নয়
এবার কঠিন, কঠোর গদ্যে আনো,
পদ-লালিত্য-ঝঙ্কার মুছে যাক
গদ্যের কড়া হাতুড়িকে আজ হানাে!
প্রয়ােজন নেই, কবিতার স্নিগ্ধতা-
কবিতা তােমায় দিলাম আজকে ছুটি,
ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়
পূর্ণিমা-চাঁদ যেন ঝলসানাে রুটি।
খ. সারাংশ লিখুন:
হিন্দুত্ব মুসলমানত্ব দুই সওয়া যায়, কিন্তু তাদের টিকিত্ব দাড়িত্ব অসহ্য, কেননা ঐ দুটোই মারামারি বাধায়। টিকিত্ব হিন্দুত্ব নয়, ওটা হয়ত পাণ্ডিত্য। তেমনি দাড়িও ইসলামত্ব নয়, ওটা মােল্লাত্ব। এই দুই ত্ব মার্কা চুলের গােছা নিয়েই আজ এত চুলােচুলি। আজ যে মারামারিটা বেঁধেছে, সেটাও এই পণ্ডিত-মােল্লার মারামারি, হিন্দু-মুসলমানের মারামারি নয় । নারায়ণের গদা আর আল্লার তলােয়ার কোনদিনই ঠোকাঠুকি বাঁধবে না, কারণ তারা দুইজনই এক, তার এক হাতের অস্ত্র তাঁরই আর এক হাতের ওপর পড়বে না।
৪. অতি সংক্ষেপে নিম্নলিখিত প্রশ্নগুলাের উত্তর লিখুন: ২×১৫ = ৩০
খ. নাথ সাহিত্য কাকে বলে? এ সাহিত্যের প্রধান কবি কে?
গ. দু’জন বৈষ্ণব পদকর্তার পরিচয় দিন।
ঘ. মঙ্গল কাব্যের বৈশিষ্ট্যগুলাে লিখুন।
ঙ. জীবনী সাহিত্য বলতে কী বুঝেন?
চ. রোমান্টিক প্রণয়োপাখ্যান কাব্যধারার তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করুন।
ছ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বাংলা সাহিত্যের জনক বলা হয় কেন?
জ. বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলতে কী বুঝায়?
ঝ. বাংলা সাহিত্যে মাইকেল মধুসূদন দত্তের তিনটি অবদানের কথা বর্ণনা দিন।
ঞ. ‘বিষাদ সিন্ধু’ গ্রন্থের জনপ্রিয়তার কারণ কী?
চ. বাংলা সাহিত্যে ‘সবুজপত্র’ পত্রিকার অবদান সম্পর্কে লিখুন।
ঠ. ‘ধুসর পাণ্ডুলিপি’ কাব্য কে রচনা করেন? তাঁর কবি মানসের পরিচয় দিন।
ড. বিয়োগান্ত নাটক কাকে বলে? বিয়োগান্ত নাটকের বৈশিষ্ট্য কী?
ঢ. পথ নাটক কাকে বলে? নাট্যকারের নাম সহ দুটি পথনাটকের নাম লিখুন।
ণ. মুক্তিযুদ্ধভিত্তিক পাঁচটি উপন্যাসের নাম লিখুন।