পটুয়াখালী জেলা
|নামঃ পর্যটকদের কাছে পটুয়াখালীর কুয়াকাটা “সাগর কন্যা” হিসেবে পরিচিত।
অবস্থানঃ পায়রা নদীর তীরে অবস্থিত। মেঘনানদীর অববাহিকায় পললভূমি এবং কিছু চরাঞ্চল নিয়ে এই জেলা গঠিত।
বিভিন্ন চর
- কাজলারচর
- ফতেরারচর
- সোনারচর
- চর মার্গারেট
- চর হরি
- আন্দার চর
- বাহের চর
- চর নজির
দর্শনীয় স্থানঃ
- পায়রা বন্দর বাংলাদেশের পটুয়াখালী জেলায় অবস্থিত বাংলাদেশের তৃতীয় এবং দক্ষিণ এশিয়ার একটি সামুদ্রিক বন্দর। এটি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার রাবনাবাদ চ্যানেলসংলগ্ন আন্ধারমানিক নদীর পাড়ের টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়ায় অবস্থিত।
- ৩০ কিলোমিটার দৈর্ঘ্যের সৈকত বিশিষ্ট কুয়াকাটা বাংলাদেশের অন্যতম নৈসর্গিক সমুদ্র সৈকত। এটি বাংলাদেশের একমাত্র সৈকত যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখা যায়।
উল্লেখযোগ্য প্রতিষ্ঠানঃ দশমিনায় এশিয়ার বৃহত্তম বীজ বর্ধন খামার।
নদ-নদীঃ আন্ধারমানিক, তেঁতুলিয়া, আগুনমুখা ও গলাচিপা, রাজগঞ্জ নদী; রাবনাবাদ চ্যানেল।