জয়পুরহাট জেলা
বিষয় | তথ্য |
---|
উল্লেখযোগ্য ব্যাক্তিত্বঃ | - ফাতেমাতুজ জহুরা (কন্ঠ শিল্পী)
- কবি আতাউর রহমান
|
খনিজ পদার্থঃ | -
চুনাপাথর:জয়পুরহাটের জামালগঞ্জ এলাকায় ভূপৃষ্ঠ হতে ৫১৮মিঃ নীচে প্রায় ৩৮৪ বর্গ মিটার এলাকা জুড়ে চুনাপাথর এর খনির সন্ধান পাওয়া গেছে। ধারনা করা হয় খনিটিতে মোট ১২০০মিলিয়ন টন চুনাপাথর মজুদ আছে।
-
কয়লা: জয়পুরহাটের জামালগঞ্জের পাহাড়পুড় এলাকায় ভূপৃষ্ঠ হতে ৬৪০মিটার গভীরে বিপুল পরিমাণ পার্মিয়ান যুগের বিটুমিনাস কয়লা পাওয়া গেছে। এই কয়লার খনিতে মোট ৬টি স্তর আছে যার মোট পুরুত্ব ৬৪ মিটার। গবেষনায় দেখা গেছে এখানে প্রায় ১০৫৩।৯০ মিলিয়ন টন কয়লা মজুদ আছে ।
|
দর্শনীয় স্থানঃ | - পাগলা দেওয়ান বধ্যভূমি জয়পুরহাট সদর উপজেলার চকবরকত ইউনিয়নে সংঘটিত গনহত্যার অন্যতম নিদর্শন। ১৯৭১ সালে বাংলাদেশ পাকিস্তান মুক্তিযুদ্ধ চলাকালীন প্রায় দশ হাজার নিরিহ বাঙ্গালীকে নির্মমভাবে হত্যা করে গন কবর দেওয়া হয়েছে এই পাগলা দেওয়ান বধ্যভূমিতে।
- ইউনিয়নের আদিবাসী মুক্তিযোদ্ধাদের ভাষ্কর্য। এটি নন্দইল গ্রামে অবস্থিত। এই এলাকায় সাওঁতাল আদিবাসীরা মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করে ৪জন আদিবাসী মুক্তিযোদ্ধা শহীদ হন।
- হিন্দা-কসবা শাহী জামে মসজিদ বাংলাদেশের জয়পুরহাট জেলায় অবস্থিত ইসলামী স্থাপত্য শিল্পের ছোয়া পাওয়া যায় অন্যতম মসজিদ। হযরত আবদুল গফুর চিশতি (রঃ) ইহার নকশা এবং নির্মাণ করেন ।
|
<- যশোর
চাঁপাই নওয়াবগঞ্জ ->