মানবাধিকার কমিশন

একটি রাষ্ট্র কতটা সভ্য তা পরিমাপ করা হয় ওই রাষ্ট্রের মানবাধিকার পরিস্থিতি মূল্যায়নের মাধ্যমে। আর দেশের মানবাধিকার রক্ষা এবং তার উন্নয়নের প্রধান দায়িত্ব সরকারের। এ জন্য বিশ্বের বিভিন্ন রাষ্ট্র নিজ নিজ দেশের মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে জাতীয় মানবাধিকার প্রতিষ্ঠান গঠন করে। বাংলাদেশে ২০০৭ সালে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশের অধিনে একজন সভাপতি এবং দু’জন কমিশনার নিয়ে ২০০৮ সালের ১ ডিসেম্বর জাতীয় মানবাধিকার কমিশন যাত্রা শুরু করে। বর্তমানে কাজী রিয়াজুল হক এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

পেপার ক্লিপিং
সরকার বলছে মানবাধিকার অগ্রগতি ‘চমৎকার’
গুম ও বিচারবহির্ভূত হত্যা নিয়ে জাতিসংঘ ফোরামের উদ্বেগ

Add a Comment