জঙ্গিবাদ

গুলশানের হোলি আর্টিজান বেকারিতে নারকীয় জঙ্গি হামলাঃ

জঙ্গিবাদ নির্মূলে করণীয়ঃ
মানসিক অবস্থা বোঝাঃ শিক্ষিত, মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরা কেন মানুষ মারতে অস্ত্র তুলে নিচ্ছে, তা বোঝা দরকার। এই কাজ শুধু নিরাপত্তা বিশেষজ্ঞদের হাতে ছেড়ে দিলে হবে না। নিজ নিজ অবস্থান থেকে সবাইকে সচেতন হতে হবে।

সুন্দর মানস গঠনঃ ইউরোপ আমেরিকার অনেক দেশেই নিরাপত্তা বিশেষজ্ঞদের পাশাপাশি সমাজবিজ্ঞানী ও মনোবিশারদেরা এক যোগে কাজ করছেন জঙ্গিবাদের রহস্য উদ্ঘাটনে। তাই ব্যক্তির Psychological Profile বা মনোগঠন নির্মানে অভিজ্ঞ বিশেষজ্ঞদের নিয়োগ করতে হবে।

পুনর্বাসনঃ যারা কোন ভাবে জঙ্গি তৎপরতার সাথে জরিত ছিল, বা সাজা ভোগ করেছে তাদেরকে রাষ্ট্রীয়, সামাজিক ও পারিবারিকভাবে পুনর্বাসিত করার ব্যবস্থা করা।

Add a Comment