আলবদর ও রাজাকার

আলবদর পাকিস্তানের হানাদার বাহিনীকে সহযোগিতা করার জন্য স্বাধীনতা-বিরোধী একটি বাহিনীর নাম ছিল আলবদর। আলবদর শব্দটির অভিধানিক অর্থ পূর্ণচন্দ্র।
রাজাকার রাজাকার শব্দটির মূল অর্থ স্বেচ্ছাসেবক, তবে ১৯৭১-এ বাংলাদেশের স্বাধীনতা-বিরোধী ও পাকিস্তানের হানাদার বাহিনীর সহযোগী একটি অস্ত্রধারী দেশ-বিরোধী কুচক্রী বাহিনীর নাম ছিল ‘রাজাকার’। যারা পাকিস্তানিদের স্বেচ্ছাসেবক হিসাবে নিজ দেশের বিরুদ্ধে কাজ করেছে।

Add a Comment