সামরিক সরকার
|বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর আর্থ-সামাজিক অবস্থার কারণে এ সব দেশে প্রায়শ সামরিক শাসন জারি করে রাষ্ট্রীয় ক্ষমতা সামরিক বাহিনী কর্তৃক পরিচালিত হয়। অর্থনৈতিক সমস্যা, সামাজিক বিশৃঙ্খলা, দুর্নীতি ও নেতৃত্বের অভাবের কারণে অনুন্নত দেশে সামরিক বাহিনী রাষ্ট্রের শাসনক্ষমতা দখল করে। সামরিক বাহিনীর সদস্যদের ধারণা থাকে যে, তারা ক্ষমতায় গেলে সমস্ত অব্যবস্থা দূর হবে এবং দেশের আর্থ-সামাজিক অবস্থার উন্নতি হবে। এ মোহ বা আকাঙ্ক্ষা থেকে সামরিক বাহিনী উন্নয়নশীল দেশে রাষ্ট্রীয় ক্ষমতা করায়ত্ত করে। সামরিক শাসন জারি হলে মানুষের অধিকার ও স্বাধীনতা রহিত হয়। সামরিক সরকার প্রধান তার সহকর্মী সামরিক কর্মকর্তাদের নিয়ে উপদেষ্টা পরিষদ এবং সামরিক কর্মকর্তা ও বেসামরিক লোকদের নিয়ে মন্ত্রিপরিষদ গঠন করে। আমোস পার্ল মুটার (Amos Pearl Mutter) বলেন, “আধুনিককালে সামরিক শাসন খাটি সামরিক নয়, সামরিক ও বেসামরিকদের মিশ্র শাসন।”
👉 Read More...👇