সমাজতান্ত্রিক রাষ্ট্র
|সমাজতান্ত্রিক(Socialist) রাষ্ট্র বলতে সেই ধরনের রাষ্ট্রকে বুঝায়, যা ব্যক্তিমালিকানা স্বীকার করে না। এতে উৎপাদনের উপকরণগুলো রাষ্ট্রীয় মালিকানায় থাকে। রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে উৎপাদন ও বণ্টনের ব্যবস্থা নেওয়া হয়। সামরিক মার্কসবাদ, লেনিনবাদের আদর্শের ওপর ভিত্তি করে গড়ে ওঠা সর্বহারাদের একনায়কত্বই সমাজতান্ত্রিক সরকার। সাবেক সোভিয়েত রাশিয়ায় সমাজতান্ত্রিক সরকার প্রচলিত ছিল। এটি পুঁজিবাদী রাষ্ট্রের বিপরীত। সমাজতন্ত্রে ব্যক্তিস্বাতন্ত্র্যকে স্বীকার করা হয় না। এ ধরনের রাষ্ট্রে একটিমাত্র দল থাকে। গণমাধ্যম রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে থাকে। বিরোধী মত প্রচারের সুযোগ থাকে না। যেমন- চীন, আলবেনিয়া, কিউবা সমাজতান্ত্রিক রাষ্ট্র।
সমাজতান্ত্রিক সরকারে একটি মাত্র রাজনৈতিক দল থাকে, একটি মতাদর্শ থাকে এবং রাজনৈতিক দলের প্রাধান্য বলবৎ থাকে। এসব দিকে থেকে কেউ কেউ সমাজতান্ত্রিক সরকারকে সর্বাত্মকবাদী সরকার বলে অভিহিত করতে চান। বস্তুতপক্ষে সর্বাত্মক ব্যবস্থা ব্যক্তিকেন্দ্রিক, অগণতান্ত্রিক ও মানবতাবিরোধী। কিন্তু সমাজতান্ত্রিক সরকার ব্যক্তিস্বার্থ, গণতান্ত্রিক মূল্যবোধ ও মানুষের মঙ্গলের দিকে যথেষ্ট খেয়াল রাখে।
সমাজতান্ত্রিক সরকারের বৈশিষ্টগুলো নিম্নরূপ:
(ক) সমাজতান্ত্রিক সরকারে একটি মাত্র রাজনৈতিক দল থাকে। অন্য দলকে সহ্য করা হয় না।
(খ) এ সরকারে একটি মাত্র শ্রেণীর অস্তিত্ব স্বীকৃত এবং তা হল সর্বহারা শ্রেণী।
(গ) উৎপাদনের উপকরণের ওপর রাষ্ট্রীয় মালিকানা বলবৎ করা হয়। এতে সম্পদের ব্যক্তিগত মালিকানা স্বীকৃত নয়।
(ঘ) সমাজতান্ত্রিক সরকার ব্যবস্থায় গণসংযোগ মাধ্যমগুলো সরকার কর্তৃক নিয়ন্ত্রিত হয়।
(ঙ) এ সরকারে রাজনৈতিক দল ও সরকারের মধ্যে কোনো পার্থক্য থাকে না। এখানে দলই সর্বেসর্বা।
👉 Read More...👇