- ১৮ বছর- বিয়ের ক্ষেত্রে মেয়েদের, বাংলাদেশের ভোটার ন্যূনতম বয়স।
- ২১ বছর – বিয়ের ক্ষেত্রে ছেলেদের ন্যূনতম বয়স।
- ২৫ বছর – নির্বাচনে প্রার্থী হওয়া, স্পিকার, প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স।
- ৩৫ বছর – রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স।
- ৬২ বছর – সরকারি চাকরিজীবীদের সর্বোচ্চ বয়স।
- ৬৫ বছর- পি.এস.সি চেয়ারম্যানের বয়স, চতুর্দশ সংশোধনীর মাধ্যমে ৬২ থেকে বাড়িয়ে ৬৫ করা হয়েছে।
- ৬৭ বছর- সুপ্রিম কোর্টের বিচারপতিদের বয়স চতুর্দশ সংশোধনীর মাধ্যমে ৬৫ থেকে বাড়িয়ে ৬৭ করা হয়েছে।
- ৬-১১ বছরঃ প্রাথমিক শিক্ষার বয়সসীমা।
- ৭-১৮ বছর বয়স কৈশর, তাই এ সময়ের সংঘটিত অপরাধকে কিশোর অপরাধ বলে গণ্য হবে।
- ১৪ বছর – শ্রমে নিয়োগের সর্বনিম্ন বয়স