দিবস অনুসারে সংবিধান তথ্য
|- ১৫ দিনঃ রাষ্ট্রপতির নিকট সম্মতির জন্য কোন বিল উত্থাপন করলে তিনি তাতে ১৫ দিনের মধ্যে স্বাক্ষর করবেন।
- ৭ দিনঃ কোন বিল রাষ্ট্রপতি পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠালে তা ৭ দিনের মধ্যে পাস করতে হবে।
- ৩০ দিনঃ সাধারণ নির্বাচনের পর ত্রিশ দিনের মধ্যে সংসদ আহবান করতে হয়।
- ৬০ দিনঃ এক অধিবেশন সমাপ্তির অন্তত ৬০ দিনের মধ্যে অপর অধিবেশন আহবান করতে হবে।
- ৯০ দিনঃ একজন সাংসদ স্পিকারের অনুমতি ব্যতিত ৯০ দিনের বেশি অনুপস্থিত থাকতে পারে না। সংসদের মেয়াদ শেষ হলে বা কোন কারনে ভেঙ্গে গেলে পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন দিতে হবে।