গণপরিষদ কী ও কেন?
|গণতান্ত্রিক শাসন ব্যবস্থা হচ্ছে প্রতিনিধিত্বমূলক। যেহেতু জনসাধারণের অভিপ্রায়ের অভিব্যক্তির সর্বোচ্চ প্রকাশ প্রতিফলিত ও ধারিত থাকে সংবিধানে, সেহেতু সংবিধান প্রণয়নের লক্ষ্যে প্রাপ্তবয়স্ক তথা ভোটাধিকারপ্রাপ্ত অংশের প্রত্যক্ষ বা পরোক্ষ ভোটে নির্বাচিত গণপ্রতিনিধিদের সমন্বয়ে গঠিত হয় গণপরিষদ। গণপরিষদের মূল কাজ হচ্ছে সংবিধান প্রণয়ন করা। গণপরিষদের অধিবেশনে নির্বাচিত প্রতিনিধিগণ একত্রিত হয়ে সুনির্দিষ্ট কার্য-প্রণালী বিধি অনুযায়ী আলোচনা-পর্যালোচনার ভিত্তিতে স্ব-স্ব রাষ্ট্রের উপযোগী সংবিধান প্রণয়ন করে থাকে। এ-কাজটি সমাধা হওয়ার পর প্রণীত, গৃহীত ও বলবৎকৃত সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হয়ে থাকে এবং গণপরিষদ বিলুপ্ত হয়ে যায়।
নব গঠিত বাংলাদেশের রাষ্ট্রপতি বিচারপতি আবু সাইদ চৌধুরী ১৯৭২ সালের ২৩শে মার্চ গণপরিষদ আদেশ জারি করেন। এবং তা ১৯৭১ সালের ২৬শে মার্চ থেকে কার্যকরী বলে ঘোষিত হয়। ১৬ ডিসেম্বর, ১৯৭২ সালে সংবিধান কার্যকর হলে গণপরিষদ ভেঙ্গে যায়।