এককেন্দ্রিক সরকার
|এককেন্দ্রিক সরকার বলতে সেই সরকারকে বুঝায় যেখানে রাষ্ট্রের যাবতীয় ক্ষমতা সংবিধান কর্তৃক কেন্দ্রীয় সরকারের ওপর ন্যস্ত থাকে। স্থানীয় সরকারসমূহ কেন্দ্রীয় সরকারের নিকট হতে ক্ষমতা লাভ করে। বাংলাদেশে এককেন্দ্রিক সরকার বিদ্যমান। এই ব্যবস্থায় শাসনতন্ত্র কেন্দ্রীয় ও স্থানীয় সরকারের মধ্যে ক্ষমতা বণ্টনের কোনো ব্যবস্থা করে না। এককেন্দ্রিক সরকারে শাসনকার্যের সুবিধার জন্য রাষ্ট্রকে কতগুলো অংশে বিভক্ত করা হয় এবং অংশগুলোতে স্থানীয় সরকার গঠন করা হয়। স্থানীয় সরকারের ক্ষমতা সংকুচিত বা প্রসারিত করা কেন্দ্রীয় সরকারের ইচ্ছার ওপর নির্ভর করে।
এককেন্দ্রিক সরকারের গুণ:
এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় একটি সরকারের তত্ত্বাবধানে সারা দেশে একই আইন, নীতি ও শাসন পদ্ধতি প্রচলিত থাকে। এতে শাসন ব্যবস্থা দৃঢ় হয় ও জাতীয় ঐক্য অধিক সংহত হয়। সর্বময় ক্ষমতা একটি সরকারের হাতে থাকায় অভ্যন্তরীণ ও বৈদেশিক ব্যাপারে অধিক দক্ষতার পরিচয় পাওয়া যায়।
এককেন্দ্রিক সরকারের ত্রুটি
এককেন্দ্রিক সরকারের এটি স্থানীয় সরকারের কোনো স্বাধীন ক্ষমতা না থাকায় কেন্দ্রীয় সরকারের মর্জির ওপর নির্ভর করে শাসনকার্য পরিচালনা করতে হয়। কেন্দ্রীয় সরকার অনেক সময়ই স্থানীয় অভাব অভিযোগ সম্পর্কে সঠিকভাবে না জেনে কেন্দ্রীয়ভাবে যে সমস্ত আইন ও নীতি প্রণয়ন করে, সেগুলো স্থানীয় চাহিদার উপযোগী হয় না।
👉 Read More...👇