সংবিধানের ১১ টি ভাগ
১. প্রজাতন্ত্র(THE REPUBLIC)
২. রাষ্ট্র পরিচালনার মূলনীতি (FUNDAMENTAL PRINCIPLES OF STATE POLICY)
৩. মৌলিক অধিকার(FUNDAMENTAL RIGHTS)
৪. নির্বাহী বিভাগ(THE EXECUTIVE)
৫. আইনসভা(THE LEGISLATURE)
৬. বিচারবিভাগ(THE JUDICIARY)
৭. নির্বাচন(ELECTIONS)
৮. মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক(THE COMPTROLLER AND AUDITOR GENERAL)
৯. বাংলাদেশের কর্মবিভাগ(THE SERVICES OF BANGLADESH)
৯. (ক) জরুরী বিধানাবলী(EMERGENCY PROVISIONS)
১০. সংবিধান-সংশোধন(AMENDMENT OF THE CONSTITUTION)
১১. বিবিধ(MISCELLANEOUS)

(১)প্রজা (২)রা (৩)মৌলিক অধিকারের দাবি নিয়ে (৪)নির্বাহী অফিসারের কাছে গিয়ে (৫)আইনি ব্যাখ্যা ও (৬)বিচার চেয়ে (৭)নির্বাচন দেওয়ার অনুরধ করল, এতে (৮)মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক যিনি (৯)বাংলাদেশের কর্ম কমিশনে চাকরীরত অবস্থায় ছিলেন, তিনি (৯-ক)জরুরি অবস্থা ঘোষণা করে (১০)সংবিধান সংশোধন করেন ও অন্যান্য বা (১১)বিবিধ ব্যবস্থা গ্রহন করেন।

প্রস্তাবনা
প্রথম ভাগ- প্রজাতন্ত্র

দ্বিতীয় ভাগ- রাষ্ট্র পরিচালনার মূলনীতি

তৃতীয় ভাগ- মৌলিক অধিকার

চতুর্থ ভাগ-নির্বাহী বিভাগ


পঞ্চম ভাগ-আইনসভা
১ম পরিচ্ছেদ-সংসদ
২য় পরিচ্ছেদ-আইন প্রনয়ন ও অর্থসংক্রান্ত পদ্ধতি
৩য় পরিচ্ছেদ-অধ্যাদেশপ্রণয়ন-ক্ষমতা

ষষ্ঠ ভাগ- বিচারবিভাগ

সপ্তম ভাগ- নির্বাচন

অষ্টম ভাগ- মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক

নবম ভাগ-বাংলাদেশের কর্মবিভাগ

দশম ভাগ-সংবিধান-সংশোধন

একাদশ ভাগ- বিবিধ

তফসিল