সম্বাদ কৌমুদী
|সম্বাদ/সংবাদ কৌমুদী- একটি সাপ্তাহিক পত্রিকা। খ্রিস্টান মিশনারিরা সমাচার দর্পণ পত্রিকায় হিন্দুদের ধর্ম বিশ্বাস কে কটাক্ষ করলে এর জবাব দিতে রাজা রামমোহন এই পত্রিকা প্রকাশ করেন । প্রথম প্রকাশ ১২২৮ বঙ্গাব্দ তথা ৪ঠা ডিসেম্বর ১৮২১ খ্রিস্টাব্দ। রাজা রামমোহন রায় এবং ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের সম্পাদনায় পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় । রাজা রামমোহন হিন্দুদের নানা ধর্মীয় রীতি – বিশেষত সহমরণের বিরুদ্ধে লেখনী ধারণ করলে পত্রিকাটি হিন্দু সমাজে বিরাগভাজন হয়ে ওঠে । ধর্মীয় সংস্কার প্রশ্নে গোড়াপন্থী ভবানীচরণ পরবর্তীকালে ১৮২২ সালে “সমাচার চন্দ্রিকা” নামে একটি নতুন পত্রিকা সম্পাদনা শুরু করেন । এছাড়াও ব্রিটিশ সরকার ১৮২৩ সালে সেসময়কার সংবাদপত্রগুলোর উপর সেন্সরশিফ আরোপ করলে রাজা রামমোহন রায় এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলেন। কিন্তু তারপর ও রামমোহন রায়কে পত্রিকাটি বন্ধ করে দিতে হয়।