আবু ইসহাক

আবু ইসহাক ১৯২৬ সালের ১লা নভেম্বর শরিয়তপুর জেলার শিরঙ্গল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৪২ সালে ম্যাট্রিক ও ১৯৪৪ সালে আই.এ. পাশ করার পরই সরকারি চাকরিতে প্রবেশ করেন। ১৯৬০ সালে তিনি করাচি বিশ্ববিদ্যালয় থেকে বি.এ. পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৮৩ সালে চাকরি থেকে অবসরগ্রহণ করেন। সাহিত্য সাধনায় তিনি স্বীয় বৈশিষ্ট্যের অধিকারী। তিনি গ্রামবাংলার চিত্র এবং সেখানকার সমস্যা অত্যন্ত সার্থকতার সঙ্গে রূপায়িত করেছেন। এদিক থেকে তাঁর ‘সূর্যদীঘল বাড়ি’ উপন্যাসটিকে বাস্তব জীবনের সার্থক চিত্রণের উজ্জ্বল নিদর্শন হিসেবে বিবেচনা করা যায়। ‘সূর্যদীঘল বাড়ি’ উপন্যাসটি আমাদের সাহিত্যে একটি উল্লেখযোগ্য সংযোজন। তিনি ১৯৪৬ সালে, মাত্র বিশ বছর বয়সে রচনা করেন এই বিখ্যাত উপন্যাস ‘সূর্য দীঘল বাড়ী’ এবং এটি প্রকাশ করা হয় ১৯৫৫ সালে কলকাতা থেকে,এটি একটি সামাজিক উপন্যাস। বিশ্বযুদ্ধ, দুর্ভিক্ষ, সাম্প্রদায়িক দাঙ্গা, দেশবিভাগ প্রভৃতি পরপর চারটি বড় ঐতিহাসিক ঘটনার পটভূমিতে তিনি রচনা করেন সূর্য দীঘল বাড়ী উপন্যাস-সাহিত্যে অবদানের জন্য তিনি ১৯৬০ সালে বাংলা একাডেমী পুরস্কার লাভ করেন।

উপন্যাস

সূর্য দীঘল বাড়ি (১৯৫৫)- চলচ্চিত্ররূপ – ১৯৭৯
পদ্মার পলিদ্বীপ (১৯৮৬, সামাজিক উপন্যাস)
‘জাল (১৯৮৮, গোয়েন্দা উপন্যাস)

গল্প

হারেম (১৯৬২)
মহাপতঙ্গ (১৯৬৩)

আবু ইসহাক ২০০৩ সালের ১৭ই ফেব্র“য়ারি ঢাকায় মৃত্যুবরণ করেন।

Add a Comment