হাশেম খান

হাশেম খান একজন শিল্পী। তিনি ৩রা বৈশাখ, ১৩৪৮ সনে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার শেকদি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি চাঁদপুর হাসান আলী হাইস্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাস করেন এবং ১৯৬১ খ্রিষ্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে প্রথম শ্রেণিতে স্নাতক ডিগ্রি লাভ করেন। ১৯৬৩ থেকে ২০০৭ খ্রিষ্টাব্দ পর্যন্ত তিনি চারুকলা ইনস্টিটিউটে অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ছোটদের বই ও স্কুলপাঠ্য বইয়ের ছবি এঁকে খ্যাতি অর্জন করেছেন এবং নিয়মিতভাবে ছবি এঁকে চলেছেন।

দেশের চারুকলা ও শুদ্ধ সংস্কৃতি বিকাশের জন্য তিনি অনেক আন্দোলন করেছেন। এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে চিত্রকলা বিষয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। শিশু-কিশোর আন্দোলন ‘কচিকাঁচার মেলা’র তিনি অন্যতম সংগঠক। ছোটদের ছবি আঁকা বিষয়টি সমাজে তিনিই প্রতিষ্ঠিত করেন। বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও ঢাকা নগর জাদুঘরের তিনি অন্যতম প্রতিষ্ঠাতা। ছবি আঁকার পাশাপাশি তিনি সাহিত্যচর্চাও করেন। এ পর্যন্ত তাঁর ১৫টি বই প্রকাশিত হয়েছে। উলে-খযোগ্য বই : ‘ছবি আঁকা ছবি লেখা’, ‘জয়নুল গল্প’, ‘গুলিবিদ্ধ ৭১’। তিনি অনেক পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। একুশে পদক (১৯৯২) এবং স্বাধীনতা পদক (২০১১) এক্ষেত্রে বিশেষভাবে উলে-খযোগ্য।

Add a Comment