বঙ্গদর্শন
|এটি একটি মাসিক পত্রিকা। ১৮৭২ খৃস্টাব্দে মাসিক বঙ্গদর্শন পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশিত হয় । (১৫তম বিসিএস প্রিলিমিনারি) সে সময় বাংলা দেশে কোন উন্নতমানের সাময়িক পত্র ছিল না। এর সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্গদর্শন কে তাৎকালিন শিক্ষিত সমাজের মুখপত্র বলা হত। ১৮৭৬ সাল হতে এর প্রকাশ স্থগিত থাকে। পরবর্তীতে পত্রিকাটি পুনঃপ্রকাশিত হয় সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায়। শ্রীশচন্দ্র মজুমদারও ৪টি সংখ্যার সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৩০৮ বঙ্গাব্দ থেকে ১৩১২ বঙ্গাব্দ পর্যন্ত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পাদনায় বঙ্গদর্শন নবপর্যায়ে ৫ বৎসর প্রকাশিত হয়।
বঙ্কিম চন্দ্রচট্টপাধ্যায় রচিত ভারতের জাতীয় সঙ্গীত ‘বন্দে মাতরাম’ এই পত্রিকায়ই প্রথম প্রকাশিত হয়। ২০০০ সাল থেকে বঙ্গদর্শন পত্রিকাটি পশ্চিমবঙ্গের নৈহাটিস্থ বঙ্কিম ভবন গবেষণা কেন্দ্র কর্তৃক নতুন করে ষান্মাসিক পত্রিকা হিসাবে প্রকাশিত হচ্ছে।