গীতিকবিতা কাকে বল?

যে শ্রেণীর কবিতায় কবি ব্যক্তিগত বা আপন হৃদয়ের অনুভূতি নিজের একান্ত কামনা বাসনা ও আনন্দ বেদনা প্রাণের অন্তঃস্থল থেকে আবেগকম্পিত সুরে অখন্ড ভাব মূর্তিতে প্রকাশ করে সেই সেই শ্রেণীর কবিতা কে গীতিকবিতা বলে।

বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা গীতিকবিতা। (১২তম বিসিএস প্রিলিমিনারি) কবি বিহারীলাল চক্রবর্তী বাংলা সাহিত্যে গীতিকবিতার প্রবর্তক। গীতিকবিতার উল্লেখযোগ্য দিক হলো এখানে ব্যক্তিগত আবেগ অনুভূতি প্রকাশিত হয়। ভাবের বৈচিত্র ও ছন্দের বৈচিত্র্যপূর্ণ প্রকাশ গীতিকবিতায় এমন ভাবে নির্ধারিত করা হয় যাতে তা সুরেলা হয়। গীতিকবিতা উত্তম পুরুষে লেখা হয়। ইংরেজি সাহিত্যে গীতিকবিতা কে লিরিক(Lyric Poem) বলে।

Add a Comment