মিশ্র শব্দ
|কোনো কোনো সময় দেশি ও বিদেশি শব্দের মিলনে শব্দদ্বৈত সৃষ্টি হয়ে থাকে। অর্থাৎ ভিন্ন শ্রেণির দুটি শব্দ একত্রে বসে শব্দ দ্বৈতের সৃষ্টি করলে তাদেরকে মিশ্র শব্দ বলে। যেমন –
সংস্কৃত+ফারসি
রাজাউজির
রাজাবাদশা
ধনদৌলত
হাটবাজার
শাকসব্জি
ইংরেজি+বাংলা/সংস্কৃত থেকে আগত
হেডপণ্ডিত
মাস্টারমশাই
কলেজছাত্র
বাসগাড়ি
খ্রিষ্টাব্দ
পকেটমার
ইংরেজি+ফারসি
হেড-মৌলভি
ডাক্তার-খানা
ফারসি+আরবি
চৌহদ্দি (২৬তম বিসিএস প্রিলিমিনারি)