বাক্য সংকোচন(র)
|রক্তপান করে যে- রক্তপায়ী
রক্ত বর্ণ পদ্ম- কোকনদ
রঙ্গমঞ্চে দর্শনীয় চিত্রপট- দৃশ্যপট
রঙ্গ পরিহাসে নিপুণা নারী- রঙ্গিলা
রঙ করে যে- রঞ্জক
রত্নপ্রসব করে যে নারী- রত্নপ্রসূ
রত্নের ন্যায় উজ্জ্বল- রত্নপ্রভ
রব শুনে এসেছে যে- রবাহূত
রমণ বা সঙ্গমের ইচ্ছা – রিরংসা
রসবোধ আছে যাহার- রসিক
রসবোধ নাই যাহার- অরসিক, বেরসিক
রস আস্বাদন করা হয় যার দ্বারা- রসনা(জিহ্বা)
রাজনৈতিক চুক্তি- সন্ধি
রাজহাঁস (পক্ষীর) কর্কশ ডাক- ক্রেঙ্কার
রাজার বিরুদ্ধে প্রকাশ্যভাবে (প্রধানত সশস্ত্র) বিরুদ্ধাচারণ- রাজদ্রোহ
রাজা কর্তৃক নির্বাচিত, নিযুক্ত ও সম্মানিত কবি- রাজকবি
রাত্রিকালীন যুদ্ধ- সৌপ্তিক
রাত্রির তিনভাগ একত্রে- ত্রিযামা
রাত্রির প্রথম ভাগ- পূর্বরাত্র
রাত্রির মধ্যভাগ- মহানিশা
রাত্রির শেষভাগ- কালনিশা
রাত্রির শেষভাগ- পররাত্র
রাত্রি ও দিবসের সন্ধিক্ষণ – প্রত্যুষ
রাত্রের শিশির- শবনম
রাহ বা রাস্তায় ডাকাতি- রাহাজানি
রেল লাইনের উপর দিয়া গমনকারী বাষ্পীয় শকট বিশেষ- রেলগাড়ি
রেশম দিয়ে নির্মিত- রেশমি
রোগ ভীতিকে জয় করে যা- ভেষজ
রোদে শুকোনো আম- আমশি