বাক্য সংকোচন(য-৬)
|যে পরের গুণেও দোষ ধরে- অসূয়ক
যে পরে জন্মগ্রহণ করেছে- অনুজ
যে পুত্রের মাতা কুমারী- কানীন
যে পুরুষের চেহারা দেখতে সুন্দর- সুদর্শন (স্ত্রীলিঙ্গ- সুদর্শনা)
যে পুরুষের স্ত্রী বিদেশে থাকে- প্রোষিতপত্নীক বা প্রোষিতভার্য
যে পুরুষ পত্নী সহ বর্তমান- সপত্নীক
যে পুরুষ বিয়ে করেছে – কৃতদার
যে পুরুষ স্ত্রীর বশীভূত- স্ত্রৈণ
যে প্রাণী বুকে ভর দিয়ে চলে- সরীসৃপ
যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ- শ্বাপদসংকুল
যে বালির নিচে চোরা গহ্বর থাকে- চোরাবালি
যে বাস্তু থেকে উৎখাত হয়েছে- উদ্বাস্তু
যে বা যা প্রবীণ বা প্রাচীন নয় – অর্বাচীন
যে বিদ্যা লাভ করেছে- কৃতবিদ্য
যে বিষয়ে কোনো বিতর্ক (বা বিসংবাদ) নেই- অবিসংবাদিত
যে বিষয়ে কোন বিতর্ক/বিসংবাদ নেই – অবিসংবাদী
যে বিষয় ভীতি উৎপাদন করে – বিভীষিকা
যে বিষয় ভীতি উৎপাদন করে- বিভীষিকা
যে বৃক্ষের ফল হয় কিন্তু ফুল হয় না- বনস্পতি
যে ভবিষ্যতের চিন্তা করে না বা দেখে না- অপরিণামদর্শী
যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে- অবিমৃষ্যকারী
যে মেঘে প্রচুর বৃষ্টি হয়- সংবর্ত
যে মেয়ের বয়স দশ বৎসর- কন্যকা
যে মেয়ের বিয়ে হয়নি – অনূঢ়া
যে যাত্রায় কেউ গমন করলে আর ফেরে না – অগস্ত্যযাত্রা
যে রব শুনে এসেছে- রবাহুত
যে রূপ ইচ্ছা- যদৃচ্ছা
যে রোগ নির্ণয় করতে হাতড়ে মরে- হাতুড়ে
যে লাফিয়ে চলে- প্লবগ
যে শুনেই মনে রাখতে পারে- শ্রুতিধর
যে সকল অত্যাচারই সয়ে যায়- সর্বংসহা
যে সন্তান পিতার মৃত্যুর পর জন্মে- মরণোত্তরজাতক
যে সব গাছ থেকে ঔষধ প্রস্তুত হয়- ঔষধি
যে সমাজের (বর্ণের) অন্তদেশে জন্মে- অন্ত্যজ
যে সর্বত্র গমন করে- সর্বগ
যে সুপথ থেকে কুপথে যায়- উন্মার্গগামী
যে স্তন্য পান করে- স্তন্যপায়ী
যে (পুরুষ) প্রথম স্ত্রী জীবিত থাকতে দ্বিতীয় দার পরিগ্রহ করেছে- অধিবেত্তা
যে-শিশু আটমাসে জন্মগ্রহণ করেছে- আটাসে