বাক্য সংকোচন(ত, থ)
|তটে অবস্থিত- তটস্থ
তত্ত্বজানে বা অবগত এমন লোক- তত্ত্বজ
তত্ত্ব অবধান করেন যিনি- তত্ত্বাবধায়ক
তনুর ভাব- তনিমা
তন্তু থেকে জাত- তন্তুজ
তপস্যার নিমিত্ত বন- তপোবন
তপস্যা করেন যিনি- তপস্বী
তবলায় নিপুণ- তবলচি
তমসা দ্বারা আচ্ছন্ন- তমসাচ্ছন্ন
তরঙ্গ উঠেছে যাতে- তরঙ্গায়িত
তরল অথচ গাঢ় – সান্দ্র
তর্কশাস্ত্রে পটু- তার্কিক
তর্কের দ্বারা বিস্তারিত জাল- তর্কজাল
তল স্পর্শ করা যায় না যার- অতলস্পর্শী
তস্করের কাজ- তাস্কর্য
তার মত- তাদৃশ
তালু থেকে উচ্চারিত- তালব্য
তাল জ্ঞান এনই যার- তালকানা
তিনটি ভুজ আছে যাহার – ত্রিভুজ
তিন নয়ন বা লোচন যার- ত্রিনয়ন, ত্রিলোচন
তিন পদের সমাহার- ত্রিপদী
তিন ফলের সমাহার- ত্রিফলা
তিন বেণীর সমাহার- ত্রিবেণী
তিন ভাগের এক ভাগ – তেহাই
তিন মোহনার মিলন যেখানে- তেমোহনা
তিন রাস্তার সমাহার- তেমাথা
তিল তিল করিয়া সমস্ত সৌন্দর্য হইতে সৃষ্ট যে সুন্দরী – তিলোত্তমা
তীর ছোঁড়ে যে- তীরন্দাজ
তীর নিক্ষেপে ওস্তাদ- তীরন্দাজ
তুচ্ছ জ্ঞানে অবহেলা- তাচ্ছিল্য
তুমুল ঝগড়া- তুলকালাম
তুরিত গমন করতে পারে যে- তুরগ (ঘোড়া)
তুলা দ্বারা তৈরি- তুলোট
তুষের আগুনের মত মর্মদাহী- তুষানল
তৃণাচ্ছাদিত ভূমি- শাল
তৃণাদির গুচ্ছ – স্তন্ব
তৃণ ভোজন করিয়া বাঁচে এমন- তৃণভোজী, তৃণভুক
তেজ আছে যার- তেজস্বী
তেলে যা ভাজা হয়- তেলেভাজা
তোপের ধ্বনি – গুডুম
তোমার তম- ত্বাদৃশ
ত্বরায় গমন করে যে- তুরগ
ত্বরার সঙ্গে বর্তমান- সত্বর
ত্রাণ করেন যিনি- ত্রাতা
ত্রাণ লাভ করার ইচ্ছা- তিতীর্ষা
ত্রিকালের ঘটনা জানেন যিনি – ত্রিকালজ্ঞ, ত্রিকালদর্শী
তৎ বা তাহার বিশেষ ভাব- তদ্ভাব
থাবার আঘাত- থাপ্পড়
থুড় থুড় করিতেছে এমন- থুথথুড়ে
থেমে থেমে চলার যে ভঙ্গি- ঠমক