বাক্য সংকোচন(চ)
|চক্রের প্রান্তভাগ- চক্রধারা
চক্ষুর আড়ালে – পরোক্ষ
চক্ষুর সম্মুখে সংঘটিত- চাক্ষুষ
চক্ষু কর্ণ প্রভৃতি দ্বারা যা জানতে পারা যায় না- অতীন্দ্রিয়
চক্ষু লজ্জা নেই যার- চশমখোর
চতুর্দশপদী কবিতা – সনেট
চতুর্দিকে প্রচার- সম্প্রচার
চন্দ্রের মতো সুন্দর আনন বা মুখ যাহার- চন্দ্রানন
চন্দ্রের মতো সুন্দর মুখ যাহার- চন্দ্রবদনা
চন্দ্র সম্বন্ধীয়- চান্দ্র
চল্লিশ বৎসর বয়সে চোখে যে বিশেষ দৃষ্টিক্ষীণতা- চল্লিশা
চাকার ন্যায় আকারবিশিষ্ট বস্তু বা পথ- চক্র
চাকার ন্যায় বিশিষ্ট আকার যাহার- চক্রাকার
চাটুবাক্যে বা চাটুকারিতে অভ্যস্ত যে- চাটুকার
চারটি পায়া যুক্ত খাটিয়া বিশেষ- চারপায়া
চারি হাত (ভুজ) আছে যাহার- চতুর্ভুজ
চার পা বিশিষ্ট- চৌপায়া
চার রাস্তার মিলনস্থল- চৌরাস্তা
চিত্তের তৃপ্তিদায়ক- দিলখোশ
চিবিয়ে খেতে হয় যা- চর্ব্য
চিরকাল ব্যাপিয়া স্থায়ী- চিরস্থায়ী
চিরস্থায়ী নয় যা- নশ্বর
চিৎ হয়ে শয়ন করে যে- ঊর্ধ্বশায়ী
চুষে খেতে হয় এমন- চোষ্য
চেক দাখিলার প্রতিলিপি সম্বলিত যে অংশ জমিদার বা ব্যাঙ্ক রাখে- চেকমুড়া
চৈত্র মাসে উৎপন্ন ফসল- চৈতালি
চোখের কোণ- অপাঙ্গ
চোখের জল- অশ্রু
চোখের নিমেষ না ফেলিয়া- অনিমেষ
চোখে দেখা যায় এমন- চক্ষুগোচর