বাক্য সংকোচন(ক্ষ)
|ক্ষণস্থায়ী প্রভা যার- ক্ষণপ্রভা
ক্ষতিপূরণের জন্য প্রদত্ত অর্থাদি- খেসারত
ক্ষমার যোগ্য- ক্ষমার্হ (১১তম বিসিএস প্রিলিমিনারি)
ক্ষমা করার ইচ্ছা – তিতিক্ষা, চিক্ষমিষা
ক্ষমা পাওয়ার যোগ্য- ক্ষমার্হ
ক্ষয়প্রাপ্ত হচ্ছে যা- ক্ষয়মান, ক্ষয়িষ্ণু, ক্ষীয়মাণ
ক্ষিতি, জল, তেজ ও বায়ু থেকে সঞ্জাত- চতুভৌতিক
ক্ষুদ্রকায় ঘোড়া- টাটু
ক্ষুদ্র অঙ্গ- উপাঙ্গ
ক্ষুদ্র কাষ্ঠখণ্ড- কষ্ঠিকা
ক্ষুদ্র কূপ -পাতকুয়া
ক্ষুদ্র গাছ- গাছড়া
ক্ষুদ্র গ্রাম- পল্লিগ্রাম
ক্ষুদ্র চিহ্ন- বিন্দু
ক্ষুদ্র জাতীয় বক- বলাকা
ক্ষুদ্র ঢাক বা ঢাক জাতীয় বাদ্যযন্ত্র -নাকাড়া
ক্ষুদ্র নদী- সারণি
ক্ষুদ্র নাটক- নাটিকা
ক্ষুদ্র নালা- নালি
ক্ষুদ্র প্রলয়- খণ্ডপ্রলয়
ক্ষুদ্র প্রস্তরখণ্ড- নুড়ি
ক্ষুদ্র ফোঁড়া- ফুসকুড়ি
ক্ষুদ্র বাগান- বাগিচা
ক্ষুদ্র বা নিচু কাঠের আসন- পিঁড়ি
ক্ষুদ্র বিন্দু-ফুটকি
ক্ষুদ্র মৃৎপাত্র -ভঁড়
ক্ষুদ্র রথ- রথার্ভক
ক্ষুদ্র রাজা- রাজড়া
ক্ষুদ্র লতা লতিকারুকার
ক্ষুদ্র লেবু- পাতিলেবু
ক্ষুদ্র শিয়াল- খেকশিয়াল
ক্ষুদ্র হাঁস- পাতিহাঁস
ক্ষুদ্র বকের শ্রেণি- বলাকা
ক্ষুধার অল্পতা – অগ্নিমান্দ্য
ক্ষয়প্রাপ্ত হচ্ছে যা- ক্ষয়মান