ইউরোপীয় ভাষার শব্দ
|ইংরেজি ছাড়া অন্যান্য ইউরোপীয় ভাষার শব্দ বাংলায় এসেছে।
(১) পর্তুগিজ: আনারস, আলপিন, আলমারি, গির্জা, গুদাম, চাবি, পাউরুটি, পাদ্রি, বালতি ইত্যাদি।
(২) ফরাসি: কার্তুজ, কুপন, ডিপো, রেস্তোরা ইত্যাদি।
(৩) ওলন্দাজ: ইস্কাপন, টেক্কা, তুরুপ, রুইতন, হরতন ইত্যাদি।