কাজী আবদুল ওদুদ
|কাজী আবদুল ওদুদ (২৬ এপ্রিল ১৮৯৪ – ১৯ মে ১৯৭০) একজন বাংলাদেশী প্রাবন্ধিক, বিশিষ্ট সমালোচক, নাট্যকার ও জীবনীকার ছিলেন। তিনি বৃহত্তর ফরিদপুর (বর্তমান) রাজবাড়ী, পাংশা, একটি নিম্ন – মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম কাজী সৈয়দ হোসেন কাজী।
১৯২৬ সালে তিনি ঢাকা মুসলিম সাহিত্য সমাজের প্রতিষ্ঠাতা এবং তিনি অজ্ঞতা থেকে বুদ্ধির মুক্তি আন্দোলনের নেতৃত্ব দেন কিছু তরুণ লেখকদের সঙ্গে। তার সংবাদপত্র শিখা আন্দোলনের বেগ বৃদ্ধি করতে সাহায্য করেছিল। সৈয়দ আবদুল হোসেন ও কাজী মোতাহার হোসেন এই আন্দোলনে যোগ দেন। কাজী আবদুল ওদুদ ঘনিষ্ঠভাবে বাঙালি মুসলমান সাহিত্য আন্দোলনের সাথে সম্পর্কিত ছিল। ১৯৭০ সালে তিনি শিশির কুমার পদক লাভ করেন।
সাহিত্য সাধনা
সমাজ ও সাহিত্য – প্রবন্ধ
আজাদ – উপন্যাস
নদীবক্ষে – উপন্যাস