আবুল হুসেন
|আবুল হুসেন (১৮৯৬ – ১৫ অক্টোবর ১৯৩৮) ব্রিটিশ ভারতীয় লেখক, চিন্তাবিদ ও সমাজসংস্কারক। তার পৈতৃক নিবাস যশোর জেলার কাউরিয়া গ্রামে।
আবুল হুসেন ১৯২০/২১ সালে কলকাতার হেয়ার স্কুলে শিক্ষক হিসেবে যোগ দেন। এরপর ১৯২১ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি ও বাণিজ্য বিভাগের প্রভাষক নিযুক্ত হন। এছাড়াও তিনি মুসলিম হলের হাউস টিউটর ছিলেন।
বাংলার মুসলিমদের মধ্যে আধুনিক শিক্ষার প্রসারের উদ্দেশ্যে আবুল হুসেন লেখালেখি করেছেন। বুদ্ধিরমুক্তি আন্দোলনে তিনি অংশগ্রহণ করেন। ১৯২৬ সালে ঢাকার মুসলিম সাহিত্য সমাজ গঠিত হয়। তিনি এতে অংশ নিয়েছিলেন। সংগঠনের মুখপত্ররূপে প্রকাশিত শিখা পত্রিকার সম্পাদনায় তিনি জড়িত ছিলেন। পত্রিকাটির পাঁচজন সম্পাদকের মধ্যে তিনি প্রথম।
আবুল হুসেন ১৯৩৮ সালের ১৫ অক্টোবর কলকাতায় ইন্তেকাল করেন।