প্রাচীন যুগের ব্যাপ্তিকাল ৬৫০-১২০০ খ্রিষ্টাব্দ পর্যন্ত। এ সময়ের এক মাত্র সাহিত্য নিদর্শন ‘চর্যাপদ’। যাতে বৌদ্ধ সাধকগণ তাদের সাধন পদ্ধতি গানের আকারে লিপিবদ্ধ করেছেন। এছাড়া পাওয়া যায় রূপকথা, ডাক ও খনার বচন। যাতে মানব জীবনের অনেক দিকের কথা ছন্দের আকারে বলা হয়েছে।
চর্যাপদ
চর্যাপদ আবিষ্কার
চর্যাপদের রচনাকাল
চর্যাপদে গানের সংখ্যা
শব্দকোষ-চর্যাপদ
চর্যাসংগীত
চর্যাপদের ভাষা
চর্যাপদের ভাষা, ধ্বনি ও রূপতত্ত্ব
চর্যাপদের ছন্দ ও অলংকার
চর্যাপদের ধর্মতত্ত্ব
চর্যাপদ ও বাঙালি জীবন
চর্যাপদে নারীদের অবস্থান
চর্যাপদের কবিগণ
সরহপা ও জয়নন্দী
কাহ্নপা
কুক্কুরীপা
চাটিল্লপা
ঢেণ্ডণপা
ধর্ম পা ও তাড়কপা
ভুসুকু পা
মৎস্যেন্দ্রনাথ ও বিরুআপা
লুই পা
শবর পা

ডাক ও খনার বচন