‘শেষের কবিতা’ রবীন্দ্রনাথের রচিত –

  • কবিতার নাম
  • গল্প সংকোলনের নাম
  • উপন্যাসের নাম
  • কাব্য সংকোলনের নাম

'শেষের কবিতা' কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত উপন্যাস। নাঈম বুকস ইন্টারন্যাশনাল কর্তৃক প্রকাশিত বইটির প্রকাশকাল ১৯২৯। লেখা ও প্রকাশের দিক থেকে এটি কবিগুরুর ১০ম উপন্যাস। ১৯২৮ সালে এটি প্রবাসী পত্রিকায় ছাপা হয়। জীবনবোধের সাথে নবশিক্ষিত যুবকের প্রেমের এক অমানিশা সম্পর্কে জাল বুনে তিনি দেখিয়েছেন জীবনের বৈচিত্রতা। শেষের কবিতা উপন্যাসের চরিত্রগুলোর মধ্যে আছেন- অমিত, লাবণ্য, কেতকী রায়, শোভনলাল।