প্রায় 5000 বছর পূর্বে সভ্যতার গোড়াপত্তন ঘটে । সভ্যতাগুলো গড়ে উঠেছিল নদীকে কেন্দ্র করে কেননা কৃষি কাজের জন্য ও যোগাযোগ রক্ষায় নদী গুলো ছিল গুরুত্বপূর্ণ। প্রাচীন সভ্যতাগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ সভ্যতা গুলো হল

  1. মেসোপটেমিয়া সভ্যতা
    1. সুমেরীয় সভ্যতা
    2. ব্যাবিলনীয় সভ্যতা
    3. আসিরীয় সভ্যতা
    4. ক্যালডীয় সভ্যতা
  2. মিশরীয় সভ্যতা
  3. চৈনিক সভ্যতা
  4. সিন্ধু সভ্যতা
  5. ইজিয়ান সভ্যতা
  6. ফিনিশীয় সভ্যতা
  7. পারস্য সভ্যতা
  8. হিব্রু সভ্যতা
  9. গ্রিক সভ্যতা
  10. রোমান সভ্যতা
  11. মায়া সভ্যতা
  12. নারা সভ্যতা
  13. মিনোয়ান সভ্যতা
  14. ইনকা সভ্যতা

প্রাচীন কালের কয়েকজন ব্যক্তিত্ব
হেরোডোটাস
হাম্বুরাবি
ডেভিড
নেবুচাদ নেজার
ক্লিওপেট্রা