সর্বাঙ্গে ব্যাথা, ঔষধ দিব কোথায়। এ বাক্যে ঔষধ শব্দ কোন কারকে কোন বিভক্তির উদাহরন?

  • কর্মকারকে শুন্য
  • সম্প্রদানে সপ্তমী
  • অধিকরণে শুন্য
  • কর্তৃকারকে শুন্য

বাক্যের ক্রিয়াকে কি/কাকে দিয়ে প্রশন করলে কর্ম পাওয়া যায়। কর্মের কারককে কর্ম কারক বলে। আলোচ্য বাক্যে- 'কি দিব?' প্রশ্ন করলে উত্তর আসে 'ঔষদ' এর সাথে কোন বিভক্তি যুক্ত না থাকায়। 'ঔষধ' কর্ম কারকে শূন্য বিভক্তি।