The Determiner: Determiner কতকগুলো শব্দ যা Noun বা Noun Group এর পূর্বে বসে ঐ বাক্যে Noun বা Noun Group টি কিভাবে ব্যবহার হচ্ছে তা নির্দেশ করে। এখানে কিভাবে ব্যবহার বলতে- দুভাবে ব্যবহার হতে পারে বলে বোঝানো হচ্ছে। যথা- নির্দিষ্ট করে ও অনির্দিষ্ট করে। যেহেতু এই দুইভাবেই কোন Noun ব্যবহার হতে পারে তাই, Determiner কে দুভাগে ভাগ করতে পারি।
1. Specifying Determiner (বিশেষ): The, this that ইত্যাদি।
2. Generalized Determiner (সাধারণ): A, an, all, any ইত্যাদি।
আবার নিম্নোক্তভাবেও Determiner গুলোকে গ্রুপভূক্ত করা যায়-
Articles: A, An, The
Demonstratives: This, That, Those, These
Possessives: My, our, your, his, her, their, it’s, Rahul’s
Numerals: Two, Three, Four etc.
Quantifiers: All, any, both, some, no, every, either, neither, few, little, many, much, another, enough, several etc.