নিচের প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?\( \frac{15} {A}, \frac{G} {21}, \frac{28} {N}, \frac{?} {?}\)

  • \(\frac{54} {N} \)
  • \(\frac{T} {18} \)
  • \(\frac{1} {52} \)
  • \(\frac{V} {36}\)

\( \frac{15} {A}, \frac{G} {21}, \frac{28} {N}, \frac{?} {?}\) কে যদি একটি ধারা বা Series হিসেবে ধরা হয়। তবে দেখা যাচ্ছে,
প্রথম ক্ষেত্রে,
15 থেকে 21 এর পার্থক্য 6; অর্থাৎ, 15 + 6 = 21;
21 থেকে 28 এর পার্থক্য 7; অর্থাৎ 21 + 7 = 28;
তবে, 28 থেকে পরবর্তী সংখ্যাটির পার্থক্য হবে 8; অর্থাৎ 28 + 8 = 36;
উপরের ধারাটি থেকে আরো একটি বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে,
15 রয়েছে লব বা ভগ্নাংশের উপরে,
21 রয়েছে হর বা ভগ্নাংশের নিচে,
আবার, 28 রয়েছে লব বা ভগ্নাংশের উপরে,
তবে, 36 বসবে হর বা ভগ্নাংশের নিচে।
দ্বিতীয় ক্ষেত্রে,
প্রথম, দ্বিতীয়, তৃতীয় বর্ণ বা Alphabet সমূহ যথাক্রমে A, G এবং N;
A থেকে G এর পার্থক্য 5; অর্থাৎ, A থেকে ৬ষ্ঠ বর্ণ বা Alphabet টি হচ্ছে G;
G থেকে N এর পার্থক্য 6; অর্থাৎ G থেকে ৭ম বর্ণ বা Alphabet টি হচ্ছে N;
তবে, N থেকে পরবর্তী বর্ণ বা Alphabet টির পার্থক্য হবে 7 এবং N থেকে ৮ম বর্ণ বা Alphabet টি হবে কাঙ্ক্ষিত Alphabet টি। N থেকে ৮ম বর্ণ বা Alphabet টি হচ্ছে V;
উপরের প্রথম ক্ষেত্রের সংখ্যার মতো, উপরের ধারাটি থেকে আরো একটি বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে,
A রয়েছে হর বা ভগ্নাংশের নিচে,
G রয়েছে লব বা ভগ্নাংশের উপরে,
আবার, N রয়েছে হর বা ভগ্নাংশের নিচে,
তবে, V বসবে লব বা ভগ্নাংশের উপরে।
উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, সঠিক উত্তর: \(\frac {V} {36} \space { \left[ Ans.\right] }\)