‘To be, or not to be, that is the question’ – is a famous soliloquy from

  • Hamlet
  • Macbeth
  • King Lear
  • Othelo

কোন নাটকে কেউ যখন একাকী কথা বলে থাকে স্বগতোক্তি বা Soliloquy বলে। "To be, or not to be: that is the question:" এটি শেকসপিয়ারের বিখ্যাত নাটক হ্যামলেটের তৃতীয় অংকের প্রথম দৃশ্য থেকে নেয়া হয়েছে। বাক্যটির অর্থ সম্ভবত এরকম, "দুঃখ কষ্ট নিয়ে বেঁচে থাকা ভালো হবে , নাকি আত্মহত্যা করে সব ঝামেলা চুকে ফেলা ভালো হবে, সেটাই আসল প্রশ্ন। কেননা মরে গেলে যদি দোজখে যাই!! তাহলে তো আবার সেই যন্ত্রনার মধ্যেই পরে গেলাম!! "