RFID বলতে বুঝায়-

  • Random Frequency Identification
  • Random Frequency Information
  • Radio Frequency Information
  • Radio Frequency Identification

RFID –এর পূর্ণরূপ হলো Radio Frequency Identification. স্ক্যানিং অ্যান্টেনা দুটি কাজ করে থাকে আরএফ (রেডিও ফ্রিকুয়েন্সি) সিগনালের মাধ্যমে ট্যাগের সাথে যোগাযোগ করে এবং passive ট্যাগ এর ক্ষেত্রে ট্যাগে পাওয়ার ট্রান্সমিট করে ওয়্যারলেস পাওয়ার ট্রান্সমিশন টেকনোলজির মাধ্যমে। একটা ট্যাগ যখন স্ক্যানিং অ্যান্টেনার রেঞ্জের মধ্যে আসে, তখন ট্যাগটি স্ক্যানিং অ্যান্টেনাতে সর্বক্ষণ পাঠাতে থাকা একটিভেশন সিগনাল পেয়ে স্ক্যানারকে তার ইউআইডি (UID) পাঠায়।