হৃদযন্ত্রের সংকোচন হওয়াকে বলা হয় –

  • ডায়াস্টল
  • সিস্টল
  • ডায়াসিস্টল
  • কোনটিই নয়

হৃদপিণ্ড অনবরত সংকোচন-প্রসারণের মাধ্যমে রক্ত প্রবাহকে ক্রমাগত সঞ্চালন করে। হৃদপিণ্ড যখন সংকুচিত হয় তখন রক্ত চাপের ফলে ধমনীতে প্রবেশ করে। আবার প্রসারিত হলে রক্ত ধমনী থেকে হৃদপিণ্ডে ফিরে আসে। হৃদপিণ্ডের প্রসারণকে বলা হয় ডায়াস্টল এবং সংকোচন কে বলা হয় সিস্টল। সিস্টল অবস্থায় রক্তের চাপকে বলা হয় সিস্টল চাপ।