সভ্য সমাজের মানদণ্ড হলো—

  • গণতন্ত্র
  • বিচার ব্যবস্থা
  • সংবিধান
  • আইনের শাসন

যে সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় থাকে, জনগণের জীবন-মালের নিরাপত্তা বজায় থাকে, সমাজের সকল মানুষ সমান ১৮৮ খ আইনগত ও বিচারিক সুবিধা পেয়ে থাকে এমন সমাজকে | ১৮৯ ঘ সভ্য সমাজ বলে। সভ্য সমাজের উপর্যুক্ত বিষয়গুলো সমাজে বাস্তবায়ন হয় আইনের শাসনের মাধ্যমে। যথার্থ আইনের শাসন গণতান্ত্রিক সরকারের ভিত্তি হিসেবে কাজ করে।