শিব রাত্রির সলতে- বাগধারাটির অর্থ কী?

  • শিব রাত্রির আলো
  • এক মাত্র সঞ্চয়
  • একমাত্র সন্তান
  • শিব রাত্রীর গুরুত্ব

শিব অর্থ মহাদেব, মহেশ। শিব গড়তে বাঁদর গড়া = খুব ভালো কিছু করতে গিয়ে খারাপ কিছু করে ফেলা। শিবচতুর্দশী =ফাল্গুনমাসের কৃষ্ণচতুর্দশী। শিবজ্ঞান = শুভজ্ঞান । শিবত্ব প্রাপ্তি = মৃত্যু। শিবপ্রিয়া = দুর্গাদেবী। শিববাহন = বৃষ, ষাঁড়। শিবরাত্রি = শিব চতুর্দশীর রাত্রি। শিবরাত্রির সলতে = একমাত্র সন্তান বা জীবিত বংশধর। শিবহীন যজ্ঞ = প্রধান ব্যক্তিকে বাদ দিয়ে অনুষ্ঠান। শিবের অসাধ্য = সর্বতোভাবে অসাধ্য এবং অসম্ভব, যে-কাজ কেউই পারবে না এমন।