যে কম্পিউটার ভাষায় সবকিছু শুধুমাত্র বাইনারি কোডে লেখা হয় তাকে বলে-

  • Machine language
  • Java
  • C
  • Python

প্রোগ্রামিং ভাষার সর্বনিম্ন স্তর হল মেশিন ভাষা যা কম্পিউটারের মৌলিক ভাষা। মেশিন ভাষায় 0 ও 1 এই দুইটি বাইনারি অঙ্ক অথবা হেক্স পদ্ধতি ব্যবহার করে সব কিছু লেখা হয়। অপরদিকে C, Java ও Python হল তৃতীয় প্রজন্মের উচ্চতর ভাষা।