বেগম রোকেয়ার রচনা কোনটি?

  • ভাষা ও সাহিত্য
  • লালসালু
  • আয়না
  • অবরোধবাসিনী

রোকেয়া সাখাওয়াত হোসেনের উলে­খযোগ্য রচনা: মতিচূর (প্রবন্ধ), Sultana’s Dream (নকশাধর্মী রচনা), পদ্মরাগ (উপন্যাস), অবরোধবাসিনী (নকশাধর্মী) প্রভৃতি। এছাড়া আছে অসংখ্য প্রবন্ধ, ছোটগল্প, কবিতা, ব্যঙ্গাত্মক রচনা ও অনুবাদ। ভাষা ও সাহিত্য(প্রবন্ধ)- মুহম্মদ আব্দুল হাই। লালসালু(উপন্যাস)- সৈয়দ ওয়ালীউল্লাহ। আয়না(গল্পগ্রন্থ)- আবুল মনসুর আহমেদ।